দেয়ালে পিঠ ঠেকে গেছে

 

প্রচ্ছদ: রাজীব দত্ত

পিঠ দেয়ালে ঠেকে গেছে। সামনে আগাতে হবে নয়তো দেয়াল ভাঙতে হবে। প্রতিবাদের দীর্ঘ পথে হেঁটে হেঁটে আমাদের প্রচেষ্টা এখন প্রতিরোধের।  যুগের জরায়ু ভেদ করে কখনো কখনো ইতিহাসের রক্তাক্ত পৃষ্ঠায়  জেগে ওঠে তাই প্রকৃত চৈতন্য। চেতন আর অবচেতন—মুক্তি অথবা মৃত্যু কিংবা শোষণে নিষ্পেষিত শাসিতের চিৎকার। এইজন্য প্রতিটা মৃত্যুই আমাদের শিক্ষা দেয় নতুন করে বেঁচে ওঠার।
শ্বাপদসংকুল প্রতিটা বদ্বীপে অজস্র ফুয়েল ছড়িয়ে যায় সেইসব সন্তানেরা—তাইতো জেগে ওঠে পুনরায় প্রতিটা আত্মা শোষণ ও স্বৈরাচারের বিরুদ্ধে। 
বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাষ্ট্রীয় বাহিনীর বুলেটে হত্যাকৃত সকল ছাত্র-জনতার প্রতি ও দুনিয়ার সকল নিপীড়ন ও শোষণের বিরুদ্ধে আমাদের এই শ্রদ্ধাঞ্জলি, পরমের আরতি।

গেট আপ গেট আপ 

"শশ্মানে কবরে ঘুম জাগাও জাগাও"

সাকিব শাকিল
সম্পাদক-শব্দ মিছিল

কবিতাক্রম











Post a Comment

0 Comments