লাল নিশানা
ওড়ালে রক্ত যদি
শাওনের গুমোট হাওয়ায়
এ দেশের সব শহরে
আমাদের জ্বলুক তবে
মিছিলে লাল নিশানা
জবাফুল রক্তজমাট ক্ষোভ
লৌহিত্য
জুলুমে লাল অন্ধকারে
তুমি যখন ঘুমের ঘোরে
খুঁজে ফেরো
হাতে হাত রাখা পথ
বন্ধু আমার, তোমায় ঘিরে
নির্বিচারে খুন হয়ে যায়
জগতের সব আনন্দ-মুখ
বিষাদে নীল ভুল ফুটে রয়
ফুলের ভবিষ্যত
বন্ধু আমার, যে বাতাসে
তোমার সহজ মন ভিজে যায়
রক্তরঙিন সেই ঠিকানায়
একটু হলেও যদি আমি
ছড়িয়ে দিতাম
প্রিয় নদী
শান্ত স্মৃতির কূল।
দুঃসহ এই নাইটমেয়ার
যুদ্ধে আকুল
দস্যু-হানা গ্রাম শহরে
বন্ধু, তোমার কাঁপতে থাকা
ক্লান্ত সজল হাত ছেড়ে
এই যে আমি এক নিমেষে
হারিয়ে গেলাম লাল দরিয়া
দীর্ঘ অসীম নীল দূরে
পুড়তে থাকা দুনিয়ার ছাইচাপা বুকে
এর চেয়ে দগ্ধ কোন পরিতাপ নাই
মানব মনে আগে কখনো
এতো বিক্ষোভ
এতো পাপ জমে নাই।
0 Comments