উজানে সোনালি মাছ || ফিরোজ শাহ

 


অচেনা ছায়া


রোদ্দুর চুম্বনদৃশ্যে -

মৃত ছায়াগুলি

বিড়ালছানার মত পালিয়ে গেল অন্ধকারে


ছায়ার সন্ধানে মসলার বন উজাড়

জীবনভর সাথে থেকেও


কালিজিরা রাতের গহিনে এক অচেনা ছায়া।


বালিশ


হাঁসের পায়ের মতো হলুদ বিকেলগুলি

পোশাক খুলে শুয়ে থাকে সন্ধ্যার বালিশে


বালিশ বদল হলে বিকেলও বদলে যায়!


ঘুণপোকা


তোমার মন ব্যস্ত ঘুনপোকা 

বাহিরে ঠিকঠাক , ভেতরে কেবল কেটেই চলেছো।


কাঠ থেকে কাঠেই তোমার গমণ  !


ধান মাড়াইয়ের মেশিন


ধান মাড়াইয়ের মেশিন না হয়ে স্টেপলার


হলেও তো পারতে 


ছেড়া কাগজগুলি মেঝেতে !



ভাঙনের সূত্রাবলি


টিকটিকির ডাকে ভাঙছে মাতাল সন্ধ্যা 

সন্ধ্যার টিকেটে

দর্শকের আসনে হলভর্তি নৌকা


দক্ষিণপাড়ে-

জলের সিনেমা শেষে বিয়ের মন্ত্রপাঠে ব্যস্ত রাজহাঁস


উত্তরপাড়ে-

ধানক্ষেতে সোনালি পাখির ডিভোর্সলেটার 


কিছু নদীর দুপাড়েই ভাঙনের সূত্রাবলি।



____________________________________________


ফিরোজ শাহ

বাংলাদেশ

__________________

বই সম্পর্কিতঃ


প্রচ্ছদ : মোস্তাফিজ কারিগর
বেহুলাবাংলা প্রকাশন



Post a Comment

0 Comments