আমূল
রাষ্ট্রের অপছায়ায় হারানো মানুষের মাঝে
আমার ছোপ ছোপ মুখচ্ছবি ভাসে
সমষ্টির ভেতর দিয়ে বয়ে চলা জল
একক নদীর মতো ভাঙনের কথা ভাববে কি!
কূল ভেঙে, কূল হারা হয়ে
বুকে যে চর জেগে আছে
তা দখলের অভিপ্রায় নিয়ে তুমি অধিষ্ঠাত্রী
এতিমের চাপাপড়া কান্নার মতো
অভিমান ধীরে ধীরে অধীর ঘৃণা হয়ে উঠছে
চাবুকেরও অধিক হয়ে গেছে এই জিভ
থুথু ছেটাবে বলে—
উদ্বেগ
উদ্যত এ আগুনের দেশে
উল্কার মতো ঝরে পড়ে তারাদের তীক্ষ্ণ তাচ্ছিল্য—
আমাদের আগাম শঙ্কা ও কু-আকাঙ্খার গভীরে
বাজার ব্যবস্থায় ঝুলে থাকে অজস্র রক্তজিভ!
সবুজপাতার মতো বিবেক হারিয়ে
ক্রমে হলুদাভ হয়ে আসে দেহ—
হয়তো জন্ডিস হয়ে গেছে সমাজের!
ব্যক্তি থেকে বস্তুর কি হচ্ছে জয়?
পাথরের চিত্রে পিত্তি নাচাচ্ছে সবাই—
মারা যাচ্ছে বড় বড় বৃক্ষেরা...
তবু দেখো—
এ বিশ্বের জোনাক আলোতে কেউ কেউ
আজও কবিতা পড়ে পড়ে হচ্ছে বিভোর, উন্মাদ
এমন রাষ্ট্রসন্ত্রাসে—
0 Comments