স্বচ্ছ দে'র কবিতা

 


আন্দোলন


আমি মরে গেলে ,

দুঃখ করো না।

এমন মৃত্যুতেও যে শান্তি আছে-

তা বলে বুঝাতে পারবো না।

দুঃসংবাদ পেয়ে কেঁদো না-

সুখের কাঁদা কেঁদো,জড়িয়ে ধরো-

তবুও দুঃখ করো না।

মনোবল ভেঙো না।


২.

তুমি বলো-

কত গান,কত কবিতা আমি আর লিখবো,

হাঁপিয়ে গেছি, সত্যি বলছি।

কত আর পাঠাবো,কত দূর,কত দিন,কত রাত।

বলতে কি পারো

কত দেখবো এ লাশ,এ পশু।

চোখ গুলো আর পারছে না নিতে।

একদম পারছে না।সত্যিই পারছে না।


উত্তরে শুনি-

অনেক ঘুমিয়েছো- এখন উঠো

হাঁপিয়ে যাচ্ছো,মনে করো লাশ গুলোর স্মৃতি।

তাদের স্বপ্ন, তাদের আশা,ভরসা।

মনে করো তাদেরও পরিবার আছে।

আছে দুঃখজননী মা।

দেশ তোমার,অধিকার তোমার।

জীবন ও তোমার, মৃত্যু ও তোমার।

Post a Comment

0 Comments