মাহমুদ শাওন এর কবিতা



একদিন সকল যুদ্ধ থেমে যাবে

একদিন সকল যুদ্ধ থেমে যাবে
ধ্বংস হয়ে যাওয়া ভূমি হয়ে উঠবে
রডোডেনড্রন দৃশায়িত উদ্যান;
গ্রেনেড-মাইনে হবে অর্কিডের অঙ্কুরোদগম,
বাঙ্কারে দুগ্ধপোষ্য হাতি মায়ের আদর ছড়াবে
ভয়ার্ত সন্তানকে বুকে আগলে,
পরিযায়ী পাখিদের কণ্ঠে ভেসে আসবে
স্বাধীনতার শ্লোগান জড়ানো গান।

একদিন গণহত্যা থেমে যাবে
ছাত্রহত্যার সকল ভূমি 
উত্তরা, বাড্ডা, রামপুরা, মোহাম্মদপুর হয়ে উঠবে
আলোর গানের কোরাস।
লুকিয়ে থাকা কুকুর
শহুরে দেয়াল টপকে যাবে
স্বাধীনতার আনন্দে।

একদিন সকল যুদ্ধ থেমে যাবে
অকেজো মারণাস্ত্র-ট্যাংকের ভেতর ফুঁড়ে
বেরিয়ে আসবে পাতাবাহার,
মানবিকতা বিদ্ধেষের রাজনীতিকে
মিডল ফিঙ্গার দেখাবে,
স্বশব্দে ছুঁড়ে দেবে ভ্রাভৃত্বের গোলাপ;
সুবাসিত হয়ে উঠবে পুরো বাংলাদেশ,
যুদ্ধবিমান থেকে খসে পড়বে ফুলের তোড়া,
উজ্জ্বল তারার আলোয় শিশুরা
দু'হাত ভরে কুড়াবে ভালোবাসা।

একদিন সকল যুদ্ধ থেমে যাবে
স্বৈরাচারী সরকারের বর্বরতা
ইতিহাসের পাতায় লেখা থাকবে,
নিরপরাধ ছাত্রদের রক্তের দাগ
সিঁদুররূপে খোদাই থাকবে
প্রকৃত রাজাকারদের কপালে।
গণতন্ত্রের বুলি আওড়ানো হলুদ সাংবাদিক,
বুদ্ধিপরজীবি ও রাজনৈতিক চাটুকারদের
নামে ছাত্ররা গড়ে তুলবে গণশৌচাগার।

একদিন সকল যুদ্ধ থেমে গেলে
যারা ভালোবাসে এই দেশ,
যারা ভালোবাসে এই মাটি,
যারা ভালোবাসে জনতার সংগ্রাম,
যারা ভালোবাসে বাংলাদেশ
সিম্পোজিয়াম-সেমিনার থেকে মুমূর্ষু স্বাধীনতাকে
উদ্ধার করবে রক্ত টগবগে তরুণেরা।

একদিন সকল যুদ্ধ থেমে 
সবুজ এই দেশ হয়ে উঠবে বাংলার মানুষের। 

২.

বীরের মতো
মৃতদের দলে খোঁজো সংগ্রামের বীজ
নপুংসক জীবিতদের মেরুদণ্ডের
মত নুয়ে পড়ো না
যদি হয় অন্যায়
যদি হয় অবিচার
তবুও তুমি বারবার মৃতদের দলে যাও।

স্বাধীনতাকে যারা সেমিনারে রেখে
জনতাকে দেখাচ্ছে প্রহসন,
তাদের মুখোশের অন্ধকারে
ছুঁড়ে দাও বিপ্লবের মশাল।
তাদের ক্ষমতা উপড়ে ঘৃণাভরে স্মরণ করো
প্রতিটি মিথ্যা, প্রতিটি আঘাত, প্রতিটি বুলেট;
মানুষখেকো চিন্তাক্রান্ত
তাদের কলম-মস্তিষ্ক-কবিতা।।

তারুণ্যের বারুদে উড়িয়ে দাও
ভুল নিয়মের সংবিধান।
মনে রেখো এদেশ ভুলে যায় নি অধিকার
এদেশ ভুলে যায় নি বায়ান্ন-উনসত্তর-মুক্তিযুদ্ধ; 
এদেশ ভুলে যায় নি আন্দোলন, 
বাংলার মানুষ ভুলে যায় না রক্তের দাগ।

জেনে রাখো অত্যাচারী
বুলেট ভয় পায় না বাঙালি।

Post a Comment

0 Comments