ম্রিতোষ তত্রাচ এর কবিতা

 



 

রাষ্ট্র মূলত কবর

মৃতদের রক্তমাংস খেয়ে বেঁচে থাকে জীবিতরা

জনগণ> লাশ

অঙ্গসংগঠন> কীটপতঙ্গ

লাশ খেয়ে টিকে থাকে কৌশলে

 

বাংলাদেশ শব্দটা শুনলে প্রথমে মনে পড়ে একটা চিড়িয়াখানার কথালেজহীন বাহারি রঙের ভেংচি কাটার প্রাণিতে ভরপুর,

তারপর মনে পড়ে নরকের কথা। কথিত হাশরের দৃশ্য স্পষ্ট হয়ে ওঠে। কেউ কাউকে চিনে না, যে যার মতো উদভ্রান্ত।

এখানে বিচারক প্রায় সবাই,

 

নরকের স্বাদ পাই, এখানে স্বর্গও আছে

টাকায় কেনা যায় যখন তখন

ক্ষমতা> পূণ্য

দুর্বলতা/সরলতা> পাপ

ঠাপাঠাপির এই তো চারণভূমি

কথা বলা নিষেধ

 

রাষ্ট্র বলতে আমি কবরকে বুঝি

পুলিশ প্রশাসন দেখলে মনে হয়ওহ নরকের পাহারাদার

আর রাষ্ট্রপ্রধান মানে ইশ্বর, আল্লাহ, ভগবান, গড!

তার কথাই শেষ কথা এখানে, যাকে খুশি শাস্তি দিতে পারেন 

এবং করতে পারেন ক্ষমাও

 

তার মহাউদারতায় আমরা টিকে আছি

খেয়ে না খেয়ে

তিনি আমাদের রিজিকদাতাও

 

আর রাষ্ট্রপতি মানে, থাক কথা না বলি, নরকেই তো আছি 

হাবিয়া দোজখ

দাউদাউ করে জ্বলতে থাকে মানুষের হাড্ডি

রক্তের নহর

 

মৃতরা চুপচাপ জেগে আছে

 

লিলাখেলার মাঠ

যতই গোল দাও,

রেফারি নাখচ করে দিলেই ল্যাঠা চুকে গেলো

 

স্রোতে মাতাল মাঝি

নদী শুকিয়ে আছে

কৌশলীদের মতভেদে

 

ইশ্বর বলতে আমি রাষ্ট্রপ্রধানকে বুঝি

 

Post a Comment

0 Comments