প্রচ্ছদ: রাজীব দত্ত |
বিচার
কে করিবে কাহার বিচার?—হায়!
প্রাণ নিয়ে ভাই ত্রাণ দিতে চায় যে
আমরা তারই দাস হয়ে যাই সহজে।
শূন্য গোলায় ইঁদুর নাচে কৌতূহলে
হায়রে বিড়াল তুমিও নাচো দেখি
তাদেরই দলে—নোংরা চোখাচোখি।
আজ সম্ভ্রমের-ই গান বেঁধেছে তারা
কি পরিহাস—ভণ্ড শোনায় গজল
হাততালি দাও, থাক না অশ্রুসজল।
জানাই—এই যদি হয় নিয়তি আমার
তবে আমি চাই না বিচার কারোর কাছে
আইন তোলার দু'খানা হাত আমারো আছে
মনে রেখ, হে রক্তখেকো জানোয়ার।
মেয়েটি
হেঁটে
মেয়েটির নাম বাংলাদেশ।
0 Comments