মুহিন তপু‘র কবিতা

 


স্বৈরাচার রাষ্ট্রের সহজ পাঠ-


মানুষের জন্য রাষ্ট্র

নাকি রাষ্ট্রের জন্য মানুষ? কোনটা বেশি প্রাসঙ্গিক?  কোথাও কোথাও ভুলেচুলে আলাপ তুলবে কেউ কেউ।

উপস্থিত অঘন  টংয়ের দোকানের সমাবেশে ভাই ব্রো বৃন্দরা সাথে সাথে বলে উঠবে-

রাষ্ট্রের প্রিয় খাবার যেহেতু 

মানুষের আগুনে মানুষ পুঁড়িয়ে খাওয়া,

রাষ্ট্র যেহেতু মানুষ পোঁড়া আগুন পোহাতে দারুণ ভালোবাসে। গুমখুন যেখানে রাষ্ট্রের প্রিয়  আবদার, মানুষের যোগানে


চুদিরভাই চুপ থাক এখানে!

 

কথা কইলেই খায়া ফেলাবে রাষ্ট্র সহকারীরাষ্ট্র খাওয়ার আগে।

মানুষের আগুনে মানুষ মরলে রাষ্ট্রের কিইবা যায় আসে


২.

মানুষের চেয়ে গল্প বড় 

নাকি গল্পের চেয়ে বড় মানুষ

কোনটা বেশি দরকারি

 

রাষ্ট্রের গল্প প্রয়োজন

রাষ্ট্র গল্প ভালোবাসে।

চুদির ভাই চুপ থাক

মানুষের তর্কে মানুষ মরলে

রাষ্ট্রের কিইবা যায় আসে!

 

Post a Comment

0 Comments