মমিন মানব এর কবিতা



গাধার জবানবন্দি 

হেরাঐ আমারে ধইরা পরাই দিলো রাজার পোশাক। আর কইতে কইলো: সিপাহি! বন্দি করো এই বেয়াদপ চাষাটাকে। আমার তহন পেডে খিদা। গলায় জোড় আইতাছিলো না। মুখ ফসকে কইয়া লাইলাম: এতো খিদা নিয়া কি চিল্লায়া সংলাপ কওন যায়! হেরপর, হেরা আমারে ঠেইল্লা নামায় দিলো দর্শকগো কাছে। আর কইলো: গাধা! তুই কোনো কথা বলবি না। শুধু দেখবি।

 

জুতোর দোকান

হরেক রকম জুতো। জুতো লাল, লালচে কালো,কালো। ছোট,বড়,উচু,নিচু। জুতো ১৬ কোটি। মাত্র ৩৫০টা শুয়োর পায়ে দিয়ে ধাবড়াচ্ছে রাতদিন।

 

ইউক্রেনের কবিতা

 

ইউক্রেন যুদ্ধের লাইগা আমাগো মুরগিরা ডিম পাড়া কমাইয়া দিছে

ব্রয়লারের আতঙ্কিত বাচ্চারা ঠিকঠাক মতোন বাইড়া ওঠতে পারতাছে না

উল্টাপাল্টা সফটওয়্যারে ঢুইকা পাংগাশ মাছ কনভার্ট হইতাছে রুই মাছে 

আর রুই মাছ হইতাছে ইলিশ মাছে আর ইলিশ মাছগুলা একে একে ভ্যানিশ

আলুপেয়াজগুলা পাল্লা দিয়া গুনতাছে যুদ্ধ আজ কয়দিন হইলো

 

মনে হইতাছে রাস্তার ঐপাড়ে ইউক্রেন দাঁড়ায়া আছে আমাগো লেইগা

এখন আর আশ্চর্য লাগে না আমরাই হঠাত কি কইরা রাতারাতি ইউক্রেনের

নাগরিক হইয়া সাত  নম্বর বাস দিয়া একবার সাভার যাই একবার যাই সদরঘাট 




 

Post a Comment

0 Comments