সাঈদ শ'র কবিতা

 


প্রি-মার্ক্সিস্ট 


মেঝেতে পড়ে থাকা

ছোট্ট এক টুকরা রুটি


খিদার অনুপাতে 

একদল পিঁপড়া খাইতেছে ভাগ করে


কার্ল মার্ক্সের অগোচরে।



ভাবপ্রকৃতি


তুমি ঘোলা করো না

এ আপন ভাবপ্রকৃতি 


মাটি আছে দেহে

আছে পানিও অতিশয় 


চাঁদরে ধরতে পারে কেবল

দিঘীর স্বচ্ছ হৃদয়।



ফিলিস্তিন


বাবা মারা গেছে

মা-ও মারা গেছে

ভাই মারা গেছে 

মারা গেছে বোনও হায়


মাতৃভূমি জেগে আছে 

অনাগত শিশুর পাহারায়।


জেব্রাক্রসিং 


আড়াআড়ি অনেকগুলি আঘাতের দাগ
ছেঁড়া জামা; ময়লা শরীর,
বিষাক্ত স্মৃতি..

রাস্তার পাশের ঝোঁপ-ঝাড় থেকে 

উঠে এসে চুপচাপ 


মেয়েটা দাঁড়ায়ে আছে হলুদ আলোর নিচে

হলুদ একটা ট্রাকের অপেক্ষায়।


Post a Comment

0 Comments