নদী ও নৌকার খেলা
হাসিনা, তোমার নৌকা কি আর
ভাসছে না শাসনের নদীতে?
যে, আমার ভাইয়ের রক্তে
নদীর নাব্যতা বাড়াতে হবে!
আর কত চালাবে বলো, নদী ও নৌকার খেলা!
শুনেছি, তুমি তাহাজ্জুদ পড়ো
তোমার কি ওজুর পানির টান পড়েছে?
যে, আমার ভাইয়ের রক্ত নিতে হবে!
তোমার শাসন কি ফোরাত নদী!
এজিদি কায়দায় ঢালছ
বর্তমানকালের ইমাম হোসেনদের রক্ত?
মনে রেখো, লালরঙা সকল নদীই বিপ্লবের ইশারা বহন করে।
সখী, তোমাকে
তোমার পুলিসের বেষ্টনী
আমাদের কাছে মাকড়ের জাল
ফুঁ দিলেই উড়ে যাবে দূরে
ভয় করি না আর কোনো বাল।
মননে-মগজে ঢুকে গেছে
একটাই শব্দ; অধিকার,
লড়াইয়ের জন্য হৃদয় দিয়েছি শাণ-
এটুকুই আমাদের তলোয়ার।
তুমি পাঠাবে গোলাবারুদ
বিপরীতে পাঠাবো কবিতা।
তোমার বারুদের গন্ধ ফুরাবে সখী
কবিতা কখনও ফুরাবে না।
0 Comments