শ্রী দেব-এর কবিতা || শব্দ মিছিল



এই জল, জল নয়


হাওয়া যদি লাগে ঢের
জলরাশি ছুঁয়ে দেয় সুষম বন্টনে

মখমলে নিই পাঠ— সঙ্গীত-গর্জন;

সাঁতরে পেরুতে গেলেই 
যেনবা ডুবে যাই জলে—

এই জল, জল নয়; রাধিকার অধিক

দুজনের দেখা হলে 
ভেসে যায় ভাষার শরীর, সঙ্গম-সমান।

রাতের চোখ জেগে আছে

রাতের চোখ জেগে আছে বিহ্বল সুন্দরে

বিউগল বেজে ওঠে বিদেহীর ভেতর;

লা-শরীক মূলত শরীর চিরগমন কালে
একথা বেশ জানে বিদেহী, জিয়ন্তের অধিক।

রাতের চোখ জেগে আছে বিহ্বল সুন্দরে

বিবর্ণ, বিদিত রঙ পায় যোগানের পর;

চাহিদা সহজাত ক্রিয়া করে ক্ষুধা ও প্রেমে
এ কথা বেশ জানে জিয়ন্ত, বিদেহীর অধিক।

রাতের চোখ জেগে আছে
এই চোখের ভেতর—
কেমন এক ঘুরপাক পিপাসা আমার!

গণনা

এই বাড়ছে বেলা, এই ডুবছে
পরিধি নিয়ে ঘুরছে রোদ

এই পড়ছে ছায়া, এই হারাচ্ছে
সমস্ত এক শরীরি বোধ

এক-কে ভাঙতে চেয়ে, পরিধির বাইরে—
অমূলদ গণনার ভেতর হয়ে যাই ভানের ঋষি।

আমাকে দেখে খিলখিল করে হেসে ওঠে—
সৃষ্টির প্রথম ঋকধারী,

...যে এসেছে সেইসব গণনা ভেঙে, ধ্যানী আত্মা হয়ে

শ্রী দেব
জন্ম: ২০ নভেম্বর, চট্টগ্রাম। 
প্রকাশিত কবিতার বই: যে টিপ ঈশ্বরীর
সহযোগী সম্পাদক: অকালবোধন

Post a Comment

2 Comments

  1. ওয়াও ,অনেক সুন্দর!!!

    ReplyDelete
  2. কবিতা ভালো। কিন্তু একটু কমই বুঝি আপনার লেখা ভাই

    ReplyDelete