প্রকাশিত হয়েছে সৌহার্য্য ওসমানের কবিতার বই 'পাতার রঙ জলপাই' || শব্দমিছিল

 

অমর একুশে গ্রন্থমেলা ২০২১ উপলক্ষ্য প্রকাশিত হয়েছে কবি সৌহার্য ওসমানের দ্বীতিয় কবিতার বই 'পাতার রঙ জলপাই'। বইটির প্রচ্ছদ করেছেন রঞ্জন কুমার দে, প্রিন্ট পোয়েট্রি  থেকে বইটি প্রকাশিত হয়েছে। বইমেলায় বইটির পরিবেশক - জনান্তিক, স্টল নং- ১৯৫-১৯৬।

'পাতার রঙ জলপাই' কাব্যগ্রন্থে মোট কবিতা রয়েছে ৪১ টি। গ্রন্থের বেশিরভাগ কবিতা মুক্ত গদ্য রীতিতে লেখা। স্বরবৃত্ত ও মাত্রাবৃত্ত ছন্দেও কবিতা লেখা হয়েছে ।
'পাতার রঙ জলপাই' সম্পর্কে কবি সৌহার্য্য ওসমান বলেন, কবিতায় সমাজের যাপিত জীবনের নানান অনুসঙ্গ যেমন এসেছে, তেমনি আমার শৈশব জুড়ে লেগে থাকা কিংবদন্তিগুলো অত্যন্ত সাবলীল ভাবে তুলে এনেছি। অর্থাৎ এই গ্রন্থটি আমি লিখেছি আমার শৈশবকে ঘিরে। যেখানে আমার ছেলে বেলার সময়, পাখি, নিকটাত্মীয় সবাই আছে।  এটাই  আমার এ গ্রন্থের অন্যতম কবিতার  বৈশিষ্ট্য বলতে পারবেন।
পাঠক  অত্র গ্রন্থের কবিতা পাঠে নতুন করে তাঁর শৈশব ফিরে পাবে বলে আমি বিশ্বাস করি।

নামকরণের ক্ষেত্রে কবিতার মূল ভাবনাকে প্রাধান্য দেয়া হয়েছে। যেখানে আমি  পাতা বলতে শৈশব আর  রঙ হলো সময়ের বাঁক বদল। যে কোন আগ্রাসী থাবা মাথায় রেখে জলপাই রঙের পোশাকে আমার শৈশবের  কিংবদন্তিগুলো কাব্যের মাধ্যমে প্রকাশ করেছি।



Post a Comment

0 Comments