রক্তপ্রলাপ
মন থেকে মুছে নিচ্ছি এপ্রিল
বাতাসে সবুজ কার্নিভাল
নিয়ে সবটুকু বিকেল ভাবছি তোমায়
যেন বিকেল দাঁড়ালে দাঁড়াবে তুমি
রেলিঙ ধরে বারান্দায়
আমি ভাববো-হয়তো হৃদয়
'সাড়ে চুয়াত্তর মণের অভিশাপ'
যেখানে অনেকগুলো লাশের ছাই
জড়ানো গভীর আরেকটা লাশ
পদ্মাণী'র মেঘ এসে ঢেকে দেয়!
দূরে, চা-দোকান
নয় অনন্তর
সেখানে একটু যাবো
আড়ালে ধান ক্ষেত
হয়তো একটি দৃশ্যই
পাখিদের কতদিন, উড়ছে
না জানি নিয়ে কোন শিসের ইতিহাস
দুপুর খুলে দিচ্ছে ঘাটলায়
রমণীদের গোসল
বৃষ্টি না হওয়া পরিত্যক্ত রেলস্টেশন
ধুলোর এপিটাফ, যাতে লেখা আছে
এক জীবনে ফিরতে না পারা কারো
অপেক্ষার প্রলোভন
তবুও ভাবি ফিরবো একদিন
ডিমের চাঁদের মতন মুখ নিয়ে
ডুবে যাওয়া তোমাদের পানশালায়
কপালের ধারে নিয়ে ঘামের চাক
ঐ আকাশে অগণিত ফুসফুস
মদে ভিজে উড়ন্ত হয়েছে কখন?
ও দিল তুমি তারে মাতাল ভেবেই
প্রেম দিও
ঐ সুরে সাদা ভাত ছিটিয়ে আছে
কাকেদের পথে পথে
ও দিল তুমি তারে ফুলের মালা ভেবেই
গান দিও
পোস্টঅফিসের জানালাগুলো ফুলের মতো
ফোটে আছে
নিয়ে অল্প আঁধার
বিকেলের পথে ছায়ারা হারিয়ে যাচ্ছে
মিনারে ভাসছে গ্রাফিক্স মনোরম
যেন বহুদূরের কোন আকাশ
আকঁড়ে ধরে রাখছে, এই শহর
দু দণ্ডের বেদনায়
অথচ তোমাকে ভুলতে নেই, বলোতো
তুমি আমার কোথায় শোভা?
ভেঙে ভেঙে গড়ছো নিরুত্তর হঠাৎ
আমি এক টইটই জীবন কেটে যাই
ভাবনাগুলোও অগনন আজ
মনে হলো, আতর সুবাস ছড়ানো
পাগলা দেওয়ান, তুমি হাসছো আর ভাবছো
আমি নির্বোধ বিস্ময়ে কেবল
মায়া জমাই
তুমি জানো, আড়াল আমার বান্ধব
কারো সঙ্গ ভাল্লাগে না আর
আমি সেই আজগুবি দুয়ায়
যার নাই ঘর, নাই সংসার
আমি এক মুসাফির, ভেতর-বাহির
করছি রক্তপ্রলাপ
শুভ্র সরকার
জন্ম- মুক্তাগাছা, ময়মনসিংহ।
০৯ ফেব্রুয়ারী ১৯৭৯
কাব্যগ্রন্থ- বিষণ্ন স্নায়ুবন
সম্পাদিত ছোট কাগজ- মেরুদণ্ড
0 Comments