এইসব নজরবন্দী নজরবন্দী খেলায় হঠাৎ করে আমরা ধরে ফেলি দৃশ্যের আড়ালের বাস্তবতা। তখন আমাদের লেখনিতে উঠে আসে-
ক্ষমতা, রাষ্ট্র, প্রেমিকা-কখনো খুব নিভৃতে নিজেকে বিচূর্ণ করা নিঃসঙ্গতাসকল।
বিশ্বাস অবিশ্বাস আর অভিজ্ঞতা বর্ণনার চেয়ে অভিজ্ঞতার প্রয়োগ ঘটানোর প্রচেষ্টায় শব্দমিছিলের এই বিশেষ কবিতা সংখ্যা "নজরবন্দী" প্রকাশিত হলো।
-সাকিব শাকিল
0 Comments