নজরবন্দী || বিশেষ কবিতা সংখ্যা || শব্দমিছিল

ঘটনাবহুল এইসব সময়ে সকল ধরণের ক্ষমতা আমাদের  নজরকে বন্দী করে রাখে। দৃশ্যের মারপ্যাঁচ কেউ ধরতে যেয়ে আমরা ডুব দেই গভীর চিন্তায়। কখনো কেবল শুধু সীমাহীন ভাবনা চলতে থাকে অবিরাম।
এইসব নজরবন্দী নজরবন্দী  খেলায় হঠাৎ করে আমরা ধরে ফেলি দৃশ্যের আড়ালের বাস্তবতা। তখন আমাদের লেখনিতে উঠে আসে-
ক্ষমতা, রাষ্ট্র, প্রেমিকা-কখনো খুব নিভৃতে নিজেকে বিচূর্ণ  করা নিঃসঙ্গতাসকল।
বিশ্বাস অবিশ্বাস আর অভিজ্ঞতা বর্ণনার চেয়ে অভিজ্ঞতার প্রয়োগ ঘটানোর প্রচেষ্টায় শব্দমিছিলের এই বিশেষ কবিতা সংখ্যা "নজরবন্দী" প্রকাশিত হলো।
-সাকিব শাকিল


















Post a Comment

0 Comments