The Fucker- সবচেয়ে বিশ্বাসী অন্ধকারের নাম ঈশ্বর || অনির্বাণ সূর্যকান্ত ||শব্দমিছিল ই-বুক



পান্ডুলিপি নিয়েঃ - 

ঈশ্বর মূলতো লাল শাড়ির নারী যিনি এই পরিবেশে প্রেমিকের মাদি খোঁপার তীব্রতা ভেঙে ট্রাফিক সিগনালে সিগারেট টানেন, যে গার্মেন্টস কর্মীর চোখমুখ চকচক করে তার সাথে বাতাসের প্রেম করাই দেন, জানিয়ে দেন ফার্মেসিতে শুয়ে থাকা মোমের বরফ গলা গ্রেনেডের মদ খাওয়ার গল্প।

ক্লাসে তিনি জানান মায়ের দুধরুপের প্রেমে মশগুল আর নাইট কোচের জেগে উঠা কামের ইশশশ্। যখন  উত্ত্যক্ত করে মৃত কুত্তার আশ্রম তখনই সে নিরাপদ নিরাকারে পুঁজিবাদী রেজর হয়ে উঠেন।

অতএব তাকে বুঝতে পৃথিবীর সেরা খেলা "দাবা" বলে ঘোষণা দিলেন

অতএব পাদটীকাঃ- 
বাঁচলে জুতো বদলাও, মরলে আত্মজীবনী লেখো। 


অনির্বাণ সূর্যকান্তঃ-
তারিখঃ-  শ্রমিক দিবসে প্রেমিক বাড়ি নেই।

প্রত্যেকের দরজা আছে, আমার নেই।

 The Fucker- 
সবচেয়ে বিশ্বাসী অন্ধকারের নাম ঈশ্বর
ধরণঃ কবিতা
লেখকঃ অনির্বাণ সূর্যকান্ত
প্রচ্ছদঃ আম্রপালী দে
বিন্যাসঃ ইবনে শামস
প্রকাশকঃ শব্দমিছিল

ডাওনলোড করুন/পড়ুন
Click Here

Post a Comment

0 Comments