বাষ্পে উড়ে গেলে রঙিন গীতের সংসার
তখন আলোহীন সন্ধ্যায় পথ ভুলে যায় পথিক।
কাজলে ত্রাস এঁকে খুঁজে ফিরে জীবনের বোধিবিজ্ঞান।
কবি এমনই এক বোধ যার কাছে বিরুদ্ধ সময়ের গল্প হয়ে ওঠে দুর্দান্ত প্রতিকী আশ্রয়। যাপিত জীবনের এত জটিলতা তাই আড়ালে থেকে খেলে যায় আলো আধারির খেলা।
তখন হিমাদ্রি চৌধুরীর বয়ানে উঠে আসে,
"স্তব্ধ শোরগোলে নক্ষত্রও ঝরে পড়ে আলোর অভাবে"
আর মানুষ নির্ণয় করতে যেয়ে ঘটে যায় আমাদের পরিচিতই অথচ ভাল লাগার বয়ান,
"মানুষ এক সুরমাদানির মতো ক্রমেই ফুরিয়ে যায়"
আর তিনি এই বিরুদ্ধ সময়ে হেঁটে চলেন প্রতিটা অবিশ্বাসি পথের কালো গর্ত এড়িয়ে এড়িয়ে।
আদৌ কি পারেন?
"মুখোশের আড়ালে আমি ইঁদুর এড়িয়ে চলি বিড়ালভর্তি পথ"
-সাকিব শাকিল
ক্যাফেইন জ্বরে ভুল পারদের লিরিক
হিমাদ্রি চৌধুরী
প্রচ্ছদঃ সুমাইয়া আফরোজ
বিন্যাসঃ ইবনে শামস
প্রকাশকঃ শব্দমিছিল
ডাউনলোড করুন /পড়ুন
0 Comments