মায়িশা তাসনিম ইসলাম এর কবিতা
বারো টাকার কবিতা
ধান পোড়ানোর নিউজ পড়তে পড়তে ভাত খাচ্ছি..
একজন কৃষক দাঁড়িয়ে আছে তুমুল গ্রাম্য সৌধ!
পেটে দাউদাউ করে ১০ টাকা, বাকি ২ টাকায় ফুলে ওঠে রগ
ন্যায্যতা পোড়ার গন্ধ পাবো কিভাবে? আমার বাসায় আজ ইলিশ ভাজা হচ্ছে।
"সম্ভ্রম হাতে নিয়েই মানুষ উলঙ্গ দৌড়ায়!"
অনিকেত দহন-১
এক গুচ্ছ গোলাপের যৌবনে দেখি ক্যাকটাসের লালা ঝরে
রক্তের সৌরভে একটি একটি করে বিষপিঁপড়ে  জড়ো হয় শরীরে....
অনিকেত দহন-২
প্রেম বধির করে দিয়ে শান্তি নিয়ে আসে
শ্বেত শোক সেই শান্তির পতাকার মতো উড়ে!
অপমান পুড়ে না প্রিয়, সম্ভ্রম হাতে নিয়েই মানুষ উলঙ্গ দৌড়ায়!
কারণ বিরহের শেষ প্রান্তেই হয়তো ঈশ্বরের মুখ দেখা যায়....
অনিকেত দহন-৩
দুঃখের দুপুর আর বিকেলগুলো আমি আলাদা করে রাখি
মাটির ব্যাংকের মতো রাতের পেটে জমাই।
আমি জানি, দুঃখ গিলে ফেলতে পারে সমুদ্রপুরাণ
আগুনের মন্দিরে দুঃখই একমাত্র দেবতা!
"বালের বেদনা আমার আয়োডিনে ভরপুর জোৎস্নার মূর্খ মুরিদ"
অনিকেত দহন -৪
রাত আমার আপন মা
দুপুরপিতার খোঁজ নাই
জারজ সন্ধ্যার পেটে ক্ষুধা
রাতের স্তনে জলও নাই।
অনিকেত দহন -৫
দেখো খুলে ফেলছি ঝকঝকে রাতের ব্ল্যাকবোর্ড, চকে আঁকা চাঁদ
খুলে ফেলছি শীত ঢেকে রাখা সোনালী রোদের বেনারসি
ভূমি থেকে তুলে ফেলছি পা, সার্টিফিকেটের বিছানায়!
মুখস্থ করো, স্পর্শে স্পর্শে ক্ষতবিক্ষত চামড়ার অক্ষত অধ্যায়।
অনিকেত দহন -৬
প্রতিবন্ধী ভাইয়ের কান্নার রাতগুলোতে প্রেমিকের জন্য আর আত্মহত্যা করা হয় না।
"টাকার চোখে চোখ রেখে কবি হবো"
অনিকেত দহন-৭
শালা বাইন্দা রাখি দৈর্ঘ্য প্রস্থ, বৃহস্পতি আয়তন
পাথর ভাইঙ্গা ভাইঙ্গা ছড়ায়া দেই জলের বিষদাঁতে
তাও লবণ উপচায়া আসে, নিজেরে গলগণ্ডের তান্ত্রিক কয়া হাসে খিলখিলায়ে
বালের বেদনা আমার আয়োডিনে ভরপুর জোৎস্নার মূর্খ মুরিদ।
অনিকেত দহন-৮
নিবিড়তার ক্লান্ত চর্চায় হারাতে হয় অভিকর্ষের সংযোগ
গ্রীষ্মের শুকনো খালে বাঁধা আছে প্রিয় স্নায়ুর বিকাশ
বৈশাখের শাদা গাউন পরে জীবনের দু ইঞ্চি সম্মুখে
সজ্ঞানে বলে ফেলি "যে দুঃখের তুষার গলে যায় সে দুঃখের আদৌ দাম নেই।"
অনিকেত দহন- ৯
আলোর অক্ষমতায় সাপের মতো কাঁদছে আঁধার
মগজের সেলাইমেশিনে প্রস্তুত অর্ধেক কাফন
চামড়ায় অপরাধী পায়ে খোঁজ নেই মৌসুমি মর্গের
প্রতিটি রাস্তা নিয়ে যায় এক গৃহবন্দী বুকের বেহায়া হিমাঙ্কে
বিলাতি শীত যেন ছুঁতে না পারে গ্রীষ্মপাপী লাশের কাঠফুল।
অনিকেত দহন-১০
পেটে চুলা, বাষ্প উড়ে চুলের
কবিতা কি? নিউজপেপারের ক্ষুধা?
শব্দের জাটকা খাচ্ছে ক্যালকুলেটর
টাকার চোখে চোখ রেখে কবি হবো।


3 Comments
খুব ভালো লেখা, মায়িশা।
ReplyDeleteঅনন্য মায়িশা
ReplyDeleteবাহ্
ReplyDelete