গুচ্ছ কবিতা - ইমরান ইয়ার খান


ছবিঃ নিখোঁজ বার্তা







তোমরা বরং এপিটাফের শরীরে লিখে দাও মহাকালীন বিশ্রামে আছেন অভিশপ্ত জীবন
কবরেরও আছে তীক্ষ্ণ শ্রবনশক্তি 
সুতরাং আপনারা কেউ শোর শব্দ করবেন নাহ প্লিজ।
অহ!
তবুও ক্যানো অযথা কেঁদে কেঁদে ত্যক্ত করে যাচ্ছেন?
আপনারা ভুলে যান কিভাবে মানুষ মরে গেলে বৃক্ষ হয়ে যায়
 এবং যথারীতি ফরমালিটিস মেনে তাকেও জবান শেলাই করে চুপ থাকতে হয়
 অহ আবার?

ডোন'ট ডিস্টার্ব ক্রাইং হোল নাইট ইউ মাদারফাকার।
 লেট মি স্লীপ, এন্ড লেট মি লিভ....


ইলুশান হান্ড্রেট এন্ড ফাইভ

জ্বরপিঠে চেপে উড়ে উড়ে যাচ্ছে নিঃসঙ্গ পারদ পৃথিবী;
 সিঁথানে জুরে জুরে গলে যাচ্ছে তোমার অবহেলিত শোক
শুধু আমি বিভ্রম চাতক-- 
চুমু ভেবে    দেখতে থাকি আরশে আজিমের বোবা দেওয়াল;
 অরূণিমার কয়েক লক্ষ মৃত ঠোঁট


নিখোঁজবার্তা


অথচ নিভৃতে গন্ধম নিবৃত্তি এঁকে একটি প্যারালাল সন্ধ্যায় আদিত্য আপনি হারিয়ে গেলেন; চার'শোটি হেনকাল পেরিয়ে যায়- 
 জলের পাঁজর চিরে যায় যে ইলেক্ট্রনীয় ট্রেন সে আর কতটুকু মাপে মাছেদের শোক?  
তবুও অপেক্ষাবৃক্ষে ঝুলে থাকে বিপণ্ণ কামনাফুল;
 তার শ্যাওলা জমা ক্লিটোরিসে গেঁথে যায় প্রেমিক ভ্রমরের আত্মস্থ হৃদয়;  
মূলত ডানা হারানোর পর কেউ প্রেমিক থাকে নাহ
বড়জোর অবসন্ন কয়েদী



                                             কমরেড আপনাকে



লুপ্তপ্রায় সমুদ্র ফুঁকতে ফুঁকতে আমাদের শেষ কথা কি হতে পারে? আয়ুর জঞ্জালে জীবন কতটুকু পরাধীন? মারবেলে শুয়ে কে কতটুকু গিলেছিলাম বেকার বান্ধব? আকাশ পলিথিনে লেপ্টে থাকা মেরিলিন ঠোঁট আমরা কে কতটুকু চুমিয়েছিলাম? কিংবা কতটুকু ভাল বেসেছিলাম আমাদের যুগল আত্মার অবগাহন- সে সব পরিসংখ্যান বাকীর পরিধিতে ঘুমিয়ে থাক- অন্তত জন্মায়ুর মিথস্ক্রিয়ায় আপনি উড়ে চলুন হে! উজ্জ্বল ফিনিক্স, বন্ধুবর অশ্বথ আমার।

অপেক্ষাঘাত



তোমার বাসায় গিয়ে দেখি তুমি নেই। 
ক্যাফেতেও আসো না শুনলাম। রাস্তার পাগল তোমার নতুন ঠিকানা দিল।
কবর খুড়ে দেখি সেখানেও তুমি নেই।আশ্বস্থ চোখে কদম গাছটাকে শুধালাম তোমার কথা।
নিরুত্তর সেও ডানা মেলে উড়ে গ্যালো।মর্মশোকে শরীরের মাংস ছিড়ে ছিড়ে খেতে লাগলাম। 
গত চার'শো বছর ধরে তোমার কবরেই দাড়িয়ে আছি।
 পা থেকে ফুসফুস গজিয়ে ঢুকে গ্যাছে মাটির পাঁজরে।
আমি নড়তে পারি নাহ অরূ।ভাগ্যিস চোখ দু'টো এখনো বেঁচে আছে।আজ এত বছর পর-আমার দুঃখ কাধে তুমি হেঁটে আসছো
একি!
 জন্মান্ধ দুঃখ দেখি ঈশ্বরের সমান লম্বা!
 অরূ তোমার কষ্ট হয় নাহ

Post a Comment

0 Comments