Add caption |
গাফফার মাহমুদ এর কবিতা
পুরোহিত
বোধিবৃক্ষে দাঁড়কাক গায় বেসুরো সংগীত ;
গীতার শ্লোক মুখস্ত করে প্রতারক পুরোহিত !
মিথ্যে হয়ে গেছে কেবলই মানুষ
কোথাও নজরদারি নেই
চোখে লেপ্টে আছে বোধহীন পিচাশের গু
মানুষ ভাবছো কাকে, কোথায় মানুষ-
উপলব্ধির ভেতরে লেগেছে ক্ষয়িষ্ণু মরক
গাছদের আত্ম বিলাপ
অদ্ভুত জলে মাছদের কান্না
সুবাতাস নেই ভেবে আত্মহনন পাখিদের।
সত্য ভুলে গেছে নিয়ন্ত্রক যারা
অভ্যস্থ মুখে এঁটেছে শঠতার কুলুপ
মিথ্যে হয়ে কেবলই মানুষ।
0 Comments