বুশরাইয়া খান এর কবিতা

 

অতৃপ্ত আত্মা

আজন্মের পাপ বয়ে বেড়ানো একটি নিঃসঙ্গ জীবন বয়ে বেড়াচ্ছে কোনো অতৃপ্ত সৃষ্টি!

থামতে থামতে থেমে যেতে হয় দু'পা মাড়িয়ে স্বপ্ন ছু্ঁইয়ে দেখার মধ্যবর্তি থানে...

জীবন সেখানে বারংবার ধর্ষিত!

কোনো প্রেম কোনো স্নেহ আচ্ছন্ন করেনি আমার বাস্তবতার তাগিদকে,

শরীরের একেকটি লোম দাঁড়িয়ে যায়  মুহূর্তে অহেতুক কোনো গা হিম করা চিৎকারে... 

লালিত সত্তা সাক্ষী হয় ফ্যান্টাসি থেকে কোনো নিদারুন বাস্তবতার ... 

কোনো স্বীকৃত ভাষা আমার পেট বা শরীরের দায় মেটায়নি,

আমাকে দেখায়নি কোনো তৃপ্তির ঢেকুর তোলা মুখ বা কালো জল ভরা শাপলার দীঘির মতো কোনো শান্ত দুজোড়া চোখ...

কলিজা খুবলে খেতে দেখেছি আমি শকুনিদের!

দেখেছি নগ্নতায় হারিয়ে যেতে হৃৎপিন্ড! 

নাজুক কোনো শব্দে শিহরিত হয় আমার অতৃপ্ত আত্মা 

আমি খুঁজি মানুষের গন্ধ , 

খুঁজে ফিরি শান্তির নীড়...!


            

Post a Comment

0 Comments