নিয়াজ আজিজ দ্বীপ এর কবিতা

 


একই রকম 


​জীবন এক স্মৃতির বয়ান ;

মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি এই স্মৃতি পিঠে বহন করে 

চলে যায় 

অন্য আরেক স্মৃতির জাদুঘরে —

যতদিন বেঁচে থাকে ;

এই স্মৃতিকে হৃদয় কবর দিয়ে রাখে। 


মাঝে মাঝে খোশমেজাজে —

দু-একটি স্মৃতি ;

স্মৃতিপাখি হয়ে উড়ে যায় ডানায়—

পালকে দিয়ে থাকে স্মৃতি বয়ান ;

অন্য স্মৃতিমানুষের বুকপকেটে।


১.

এই মধ্যবয়সী দুপুরে প্রেমটাই ছিল রোদ—

আর তুমি হেঁটে যাচ্ছ তোমার সূর্যপুর।


যেখানে আলো এসে হাত ধরেছে পাতাগুলোর সূক্ষ্ম আঙ্গুল।

যেন অলীকের শুভ্রতায় তুমিও এক পাতাগাছ 

আর আমি সেই উদ্বাস্তু পথিক।

মধ্যদুপুরে ক্লান্ত আমার সমস্ত চামড়াগুলো ছায়ার পিঠে পুড়ছে আজো অপ্রেমিকের মতো। 


২.

পলিথিন ভর্তি আকাশ 

উড়ে যাচ্ছে সমুদ্রে;

সাদা পায়রার ডানায় মেঘছানা গুলো—

পেয়ারাবন ছেড়ে বেরিয়ে আসছে আমাদের ভাসমান তারাপটে।

নীহারিকা রেখাপথ আলোঘর নিয়ে;

সূর্যসূত্রে গাঁথা তোমাদের মুক্তোদানা অগণিত পৃথিবীর কঙ্কাল এখন—

ফুরিয়ে যায় সময়ের খাল হ'য়ে ব্ল্যাকহোলে গিয়ে।


সূর্যের ঘুমাতে যাওয়ার সময় হলে শীতল স্নায়ুযুদ্ধে চাঁদ হারিয়ে ফেলে আলোক দেবতা।

সুপার সাইক্লোন মহামারী তাবিজে যায়না বাঁধা।

ধর্মজ্ঞান ফুরিয়ে গেলে পৃথিবীর পরাজয় নিয়ে বেজে ওঠে সাইরেন।

নক্ষত্রের ওপারে নক্ষত্রে;

সূর্যের ওপারে সূর্যে;

কক্ষপথের ওপারে কক্ষপথে;

ফুরিয়ে আসে সময়ের ধারণা।

সময় এখানে শূন্যের জ্যোতি দ্বিগুণ দিয়ে

জ্যামিতির পিরামিডে 

ত্রিভুজ কোণে যায় আটকে।

সময় কোন ঈশ্বর হৃদপিণ্ড।

৩.

লেজকাটা পাখি

বয়সটা আন্দাজ করতে পারছিনা

তবে একটা লেজকাটা পাখি ছিলো

শৈশবে

অনেক পুরাতন কথা হঠাৎ মরে গেলো

পাখিটি।


নিঃসঙ্গতা

নিমফুলের মতো মেরুন সন্ধ্যা নিয়ে আমি ঝরে যেতে দেখেছি আমায়—

বাতাসের চোখে আমি কখন যেন চ্যুতিরেখা;

পাঁপরি হয়ে দেখেছি মৃত্যুর নিঃসঙ্গতাকে।

মৃত্যুর চেয়ে গোপন কোন নিঃসঙ্গতা নেই আমার|


Post a Comment

0 Comments