হরিৎ বন্দ্যোপাধ্যায় -এর কবিতা || শব্দমিছিল || নোঙর

 


পৃথিবীর কান্নার মধ্যে

ভোরের বৃষ্টিতে যেসব ফুল ঝরে গেছে

তাদের গায়ে লেগে আছে দুঃখের ধোঁয়া রঙ


দাদুর আমল থেকে

মাটির বুকে ঘুমিয়েছিল যেসব গৃহপালিত চারাগাছ

হঠাৎ তাদের বসতি উঠে যাওয়ার কৈফিয়ৎ চায় নি কেউ

একজনেরও মনে হয় নি আমরাও ছিন্নমূল


আল দিয়ে হাঁটতে হাঁটতে

কিছুতেই মনে করতে পারছি না মাটির বর্ণমালা

পাঠশালা থেকে সাতসকালেই বিতাড়িত আমি

আস্তে আস্তে পৃথিবীর কান্নার মধ্যে ডুবে যাচ্ছি ।


নদীর দিকে

নদীর দিক থেকে আমরা যত মুখ ঘুরিয়ে নিচ্ছি

আমাদের ঘরের, উঠোনের, বাগানের সব হাওয়া

নদীর দিকে ঘুরে যাচ্ছে


আজ সকালেও 

যে ইঁট বালি সিমেন্ট রঙগুলোকে 

হাওয়ার উল্টোদিকে জড়ো করে

নদীকে ঘাড় ধরে চাকরদের সিঁড়িঘরে ঢুকিয়ে দিচ্ছিলাম

তারা এখন উড়ে গিয়ে নদীর পায়ে


উন্মত্ত হাওয়ার তোড়ে

বন্ধ দরজা জানলার অন্ধকারে

আমি কৃমি হয়েও বেঁচে থাকতে চাইছি ।


আত্মার আত্মীয়

বিন্দুর সারল্যে অভিভূত গাছেরা

চোখ বুলিয়ে যাচ্ছিল পৃথিবীর সমস্ত নদীপথ


আলো জ্বলে নি 

এমন কিছু ল্যাম্প পোস্টের ভাতের থালায়

অধিকারের বৃত্তের পরিধির রেখার অস্পষ্টতায়

কিছুক্ষণ স্থির হয়েছিল গাছেদের চোখ

তারপর আকাশ আর সমুদ্র থেকে

এমন কিছু সংকেত উঠে এসেছিল

যার গভীরতা আর বিস্তার দেখে মনে হয়

তারা গাছেদের আত্মার আত্মীয় ।

Post a Comment

0 Comments