স্বরলিপি'র কবিতা

 

সমান বিদ্রোহে ভালোবাসা মরে যায়

ভোরে কাক ডাকেনি
এ মৃত্যুর খবর কি প্রকৃতি পায় না!
আসামীকে আপনারা চেনেন
ফাঁসির রায় হয়েছে
পরিযায়ী চোখের এক প্রেমিকা ছিল
তার দৃষ্টিতে এ রায় বিদঘুটে, কুয়াশাচ্ছন্ন অন্যায়।

প্রেমিকাকে কিছুতে বোঝানো যাচ্ছে না
অসংখ্য জীবন একা করেছে যাপন
একটিমাত্র জীবন দলে হেঁটে যাওয়া পিঁপড়ের মতো করেছে অন্যায়।

অজস্র পেয়ারার জলীয় জীবন সমতলে কাটে
জিহ্বার রেলিংয়ে মাংসের টুকরোরা বসে থাকে না।

Post a Comment

0 Comments