মায়িশা তাসনিম ইসলাম এর কবিতা
সেট্রালাইন
সেট্রা
সেট্রা, হৃদয় ভুলাতে কি দাপাতে হয় কোমর থেকে পা?
রক্তরসে কেমন
৷৷ প্রোটিনে অনিচ্ছা রমণ
হারে হারে কাঁপছি তরুণ হাড়ের দীনতা
তুমি কি পতিব্রতা নারীর লাঞ্ছিত রাতের অর্ধাঙ্গ অনুবাদ?
ভুলছো প্রজন্ম অনুসরণ
৷৷৷ কী পথে লাল-সাদা ক্ষরণ
তিনরকম রক্তে নারী ত্রিধারা তপস্যা
সেট্রা, এতকাল ধরে কম তো বাঁধেনি শনি মহাশয় বলয়
৷৷ অসুখের সুখী সাধ
৷৷৷৷ লজ্জারও লাজুক উপহাস
কারো শরীরী যন্ত্রণা এ তল্লাটে মাড়ায় না অপবিদ্যা।
বিদায় নাও প্রতিহিংসার বিভ্রমে, বিশেষে
ফিরে এসো আলোজ্বালা অশরীরী অশ্বথের করায়
এক্সপ্রেসো এলার্ম
তোমার আজকাল অশ্লীলতার সময় নেই
তাই ক্ষমতাকে বলি, আসুন এককাপ এক্সপ্রেসো সাক্ষাতে
পিতাকে স্মরণ করে মৌনব্রত, সুরসুর শব্দ
আসুন ক্ষমতা, ফুলকপি ভাজা আর চিকেন ফ্রাইয়ের অতিথি সন্ধ্যায়
সামান্য অশ্লীলতার দায় নিন তেলতেলে আপ্যায়নে
পোস্ট মর্টেম
এত ভালোবাসাবাসি শেষে তোমার খুনি হয়ে ওঠা
অতঃপর কলমরুধির ঢলে শব্দপ্রসব বেদনা...
কাগজের বিছানায় সুরেলা চিৎকার! আহা!
খুনিরা কি তবে বধির?
মাংসল রাতগুলোয় নখেদের উন্মত্ত বিচরণ
পিপাসার কামড়ে বরফ-অবয়বে ঘামের লহর!
চুম্বনের সময় আলজিভ দেখেনি চোখ!!!
খুনিরা কি তবে অন্ধ?
পাথরের গর্ভে ফুলের সৌরভ মেখে মেখে
হিমাদ্রি ধরেছিলো বেশ বনমালীর
অবুঝ সৌখিনতায়!
স্বরে চাকুর প্রতিভা, ছিদ্রে ছিদ্রে সবুজ পরাজয়!
খুনিরা বোবা নয়
0 Comments