সারোক শিকদারের কবিতা



সারোক শিকদারের কবিতা

স্নাতকোত্তর 

স্নাতকের পর কি কোরবো?

বাসের হাফ টিকেট উঠে যাবে, সিগারেটের দাম বাড়বে বাজেটে বাজেটে, বালিকাকে শাড়ি সায়া ব্লাউজ পড়িয়ে আবার খুলে- সাপ বৈধতা নেবে তার স্তনের,  মাংশ মেদ, চুমুর এবং দুই উরুর ঠিক মাঝে তৃণভূমির নিচে এক সাংসারিক  আস্তানা গড়ে উঠবে। রুমাল থেকে আলগা হয়ে যাবে সুতোর ফুল। আমার তো চাকরী হবে না! 


গণিকার গুহায় গোপন রোগ ওৎ পাতা- সাতচল্লিশ মাইল হেটে আসবো- কন্ডম সিন্ডিকেটার দাম বাড়িয়ে শুইয়ে দেবে জিহ্বার ছুড়ি তলায়। একরেট তিনশ পঞ্চাশ... তিনশ পঞ্চাশ!! 


স্নাতকের পর আমি কি করবো?

মুখ ফুঁড়ে বেড়োবে হাড়, চোখ কেবল বিষন্নতার চাপে ডুবে যাবে, তবুও জোৎস্না দেখলে বীর্যের কীট কাঁপিয়ে দেবে রক্ত। চাঁদের দিকে তাক করে আমি ট্রিগার টানবো।  গুলি নেই গুলি নেই- প্রচন্ড ক্ষোভ...  হত্যা করবো ফুটপাথের ভিক্ষুক। ঐ দিকে বাড়বে নগরায়ণ, বাড়বে ঘর ভাড়া। আমার তো চাকরী হবে না!


আঙুল কি জমা নেবে কেউ স্পর্ষতৃষ্ণায়, বানাবে কি সেপটিপিন ঠোঁটের আলস্যে? শেয়ারের দরপতনে সিলগালা বুক নিয়ে পাশকার্ড চায় যদি এ শহর! ওয়ালেটে কবিতার খসড়া নিয়ে হাসিঘোড়া ছোটাবে চামচিকা পরিষদ।

উপযোগীতাহীন আমি- বাদামের উপরিস্তরে বাদামী পরতের মত ফু দিয়ে উড়িয়ে দিও। হাতের মুঠোয় রাজরেখা মুচড়ে ফানুসের গতিপথে লুফে যাবো।

আমার তো আর শেকল হবেনা- চাকরী হবেনা...

Post a Comment

0 Comments