আমার যখন ডানা ছিল
অক্ষাংশ-দ্রাঘিমার খাঁচায় বন্দি ছিল না পৃথিবী—
অনায়াসে চাঁদ ঢুকে পড়ত গহিন বনে
পালকে পালক গুঁজে মধুচন্দ্রিমায়
চাঁদের আকাশে উড়ে গেছি মাঝবিকেল—
ধুমকেতুর শরীরে চেপে
শনির বলয়ে গেছি হারিয়ে,
উড়ে উড়ে মহাকাল মহাকাশে—কিছু মনে নাই
নোঙর ফেলেছি কোন তারার আকাশে!
অবশেষে পৃথিবীতে ফিরেছি উল্কাপথ ধরে—
ঊষর মাটিতে বুনে ভিনগ্রহী লতা
জন্মেছি সুগন্ধি ফুল হয়ে—ছড়িয়েছি দিকে দিকে…
0 Comments